রাস্তাঘাটে চলাচল ছিল আতঙ্কের বিষয়, দিনদুপুরে লুট, রাতভর মাদকের রমরমা ব্যবসা — যেন ধামরাই পরিণত হয়েছিল এক ‘মাদকের স্বর্গরাজ্যে’।
ঠিক সেই দুঃসময়ে ধামরাই থানায় নবদূত হয়ে আগমন ঘটে — ওসি মনিরুল ইসলাম এর।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা, এবং সততার মাধ্যমে ধামরাইয়ের আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।
দিন-রাত পেট্রোল টিম চলছে পৌর শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে গ্রামে।
২৪ ঘণ্টা মনিটরিং এর আওতায় রয়েছে ধামরাই থানা — অপরাধ দমন হচ্ছে দ্রুত, মামলার নিষ্পত্তি মিলছে রেকর্ড সময়ের মধ্যে।
ধামরাইবাসীর মুখে এখন একটাই নাম — ওসি মনিরুল ইসলাম
তাকে নিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষ, যুবসমাজ, এবং সচেতন নাগরিকরা বলছেন —
“এমন অফিসার আগে কখনো দেখিনি। আমাদের দাবি, তিনি যেন আরও দীর্ঘদিন ধামরাই থানায় থেকে আইন-শৃঙ্খলার আরও উন্নতি ঘটাতে পারেন।”
অনেকেই করছেন তাঁর দীর্ঘ আয়ু ও সুস্বাস্থ্যের জন্য দোয়া।
ধামরাইয়ে আজ নিরাপত্তার নাম — ওসি মনিরুল ইসলাম।