ঢাকার ধামরাই উপজেলায় চাঁদাবাজির মামলায় সূয়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ রহমান শিমুলকে গ্রেফতারের জন্য চিরুনি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্রে জানা যায়, ধামরাই থানায় পুলিশ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে একটি মামলা দায়ের করে। নাম উল্লেখিত আসামিরা হলেন—মোঃ মাহফুজ রহমান শিমুল (সাধারণ সম্পাদক, সূয়াপুর ইউনিয়ন বিএনপি), ইউপি সদস্য মোঃ মোতালেব হোসেন, ও মোঃ শাহীন। এদের সবাই সূয়াপুর ইউনিয়নের বাসিন্দা।
মামলার সূত্র অনুযায়ী, সূয়াপুর ইউনিয়নের দেলধা গ্রামের মজিবর রহমান দেলধা মৌজায় সরকারি ৬৩ শতাংশ জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। গত ২৭ জানুয়ারি, ২০২৫ সালে মাহফুজ রহমান শিমুল ও তার লোকজন রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই জমিতে গিয়ে সাইনবোর্ড লাগান এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।
ভুক্তভোগী মজিবর রহমান চাঁদা দিতে অস্বীকার করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এছাড়াও এলাকায় বিভিন্ন জমির লেনদেন, ভবন নির্মাণ, এবং রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। তবে স্থানীয়রা ভয়ে মুখ খুলতে সাহস পান না।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, “সূয়াপুর এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিমুল, ইউপি সদস্য মোতালেব ও শাহীন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের হয়েছে এবং মামলার অন্যতম আসামি ইউপি সদস্য মোতালেব হোসেনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”