শ্রমের ধারা বয়ে চলে,সভ্যতার প্রতিটি পথে।মেহনতি প্রাণের আকুতি,
থাকুক চিরকাল মানবমতে।
মহান মে দিবসের বক্তব্য দিয়ে প্রত্যেকটি শ্রমিকের প্রতি আমাদের কর্তব্য এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে নতুন প্রজন্মকে জানানো যায়।
সবাইকে আন্তরিক ভালোবাসা ও মে দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের দিনটি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি গৌরবময় দিন। ১৮৮৬ সালের ১লা মে, শিকাগোর সাহসী শ্রমিকরা ৮ ঘণ্টা শ্রমের দাবিতে আন্দোলন করেছিলেন। তাদের আত্মত্যাগের মাধ্যমেই শ্রমের ন্যায্য অধিকার নিশ্চিত হয়।
আমরা যেন ভুলে না যাই, শ্রমিকের ঘামেই নির্মিত হয় সভ্যতার প্রতিটি ইট। তাই শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করা এবং শ্রমিকের অধিকার রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, আজকের এই মহান দিনে আমরা অঙ্গীকার করি— প্রত্যেক শ্রমিকের সম্মান, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করবো।
আসুন, শ্রমের গৌরবময় ইতিহাসকে স্মরণ করে এগিয়ে যাই মানবিক পৃথিবীর পথে এবং সকল শ্রেণীর শ্রমিকদের জানাই মহান মে দিবসের শুভেচ্ছা ইশতিয়াক আহমেদ (ফারুক) -সাবেক সাংগঠনিক সম্পাদক বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদল