1. live@deshkallyan.online : দেশ কল্যাণ : দেশ কল্যাণ
  2. info@www.deshkallyan.online : দেশ কল্যাণ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ইশতিয়াক আহমেদ (ফারুক) -সাবেক সাংগঠনিক সম্পাদক বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদল ভারত-পাকিস্তান ‘যুদ্ধ হই হই অবস্থা’, প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল ‘মামলা করতে চাইলে বাধা দেওয়া যায় না, তবে মামলা হলেই গ্রেফতার করা যাবে না’ আমরা গাজা হতে চাই না, করিডোরের প্রতিক্রিয়ায় ফখরুল মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গত শনিবার পর্যন্ত নতুন করে ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। পাকিস্তানে সেনাবাহিনী-সন্ত্রাসী তুমুল গোলাগুলি, নিহত ১৭  বৈষম্যবিরোধী আন্দোলনের আরিফুল ইসলাম সজল যেন এক সুপার মানব একই ঘটনায় একই ব্যক্তি দুই থানায় মামলা নদীতে বাঁধ দিয়ে কৃষিজমির মাটি কাটার অভিযোগ বিএনপি ও যুবলীগ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে একই ঘটনায় পৃথক ২ থানায় মামলা এখনো পদক্ষেপ নেইনি প্রশাসন ঠিকাদারি লাইসেন্সের জন্য বাবার হয়ে ক্ষমা চাইছি: উপদেষ্টা আসিফ 

বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৩ শতাংশে নেমে আসবে

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

বিশ্বব্যাংক বলছে, চলতি অর্থবছর (২০২৪-২৫) শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসবে মাত্র ৩.৩ শতাংশে, যা পূর্বের ৪ শতাংশ পূর্বাভাস থেকেও কম। বুধবার (২৩ এপ্রিল) প্রকাশিত ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: ট্যাক্সিং টাইমস’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতা, কারফিউ ও ইন্টারনেট সংযোগ বন্ধের ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রথম তিন প্রান্তিকে বেসরকারি ও সরকারি বিনিয়োগে প্রবল ধস দেখা গেছে, যার প্রভাব পুরো অর্থবছরে পড়বে।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল মাত্র ৭ দশমিক ৩ শতাংশ, যা গত ৩০ বছরে সর্বনিম্ন। এতে স্পষ্ট যে বেসরকারি খাতের বিনিয়োগপ্রবণতা অত্যন্ত দুর্বল।

সরকারি বিনিয়োগেও ধীরগতি দেখা যাচ্ছে, কারণ মূলধনী ব্যয় হ্রাস পাচ্ছে। তবে কিছুটা স্বস্তির খবর হলো, বৈদেশিক খাতে চাপ কিছুটা কমেছে এবং চলতি হিসাব ঘাটতি সংকুচিত হয়েছে।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার বলেন, ‘গত এক দশকের একাধিক ধাক্কা দক্ষিণ এশিয়াকে দুর্বল করে দিয়েছে। এখন সময় এসেছে রাজস্ব ব্যবস্থার সংস্কার, কৃষিতে উৎপাদনশীলতা বাড়ানো ও জলবায়ু সহনশীলতা গড়ে তোলার জন্য টার্গেটেড রিফর্মের।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের প্রবৃদ্ধি ২০২৫-২৬ অর্থবছরে ৬ দশমিক ৩ শতাংশে নামবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। পাকিস্তান ও শ্রীলঙ্কার জন্য এই হার ৩ দশমিক ১ শতাংশ।

এই প্রতিবেদনের মাধ্যমে স্পষ্ট হলো, রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত না করা গেলে বাংলাদেশের অর্থনীতি সামনে আরও চ্যালেঞ্জের মুখে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট